কক্সবাজারের টেকনাফে মাদকবিরুধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে উপজেলার সাবরাং কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে সাবরাং স্টেশনের প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান শফিক মিয়া, টেকনাফ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি নুরুল হুদা, সাবরাং ইউপি কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মীর আহমদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সমগ্র টেকনাফবাসী মাদকের দুর্নাম বয়ে বেড়াচ্ছে। এর থেকে উত্তরণে সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। বর্তমানে টেকনাফের মাদক প্রায় ৭০/৮০ ভাগ নির্মূল হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের কারণে অনেক মাদক কারবারী এলাকা ছেড়ে পালিয়েছে এবং বিদেশে অবস্থান করেছে।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাবরাংয়ের সর্বস্তরের জনসাধারণ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/কালাম