ঝিনাইদহ সদর হাসপাতালে বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। হাসপাতালের বাইরে থেকে পানি এনে রোগী ও স্বজনদের পান করতে হচ্ছে। অভিযোগ পাওয়া গেছে হাসপাতালের একমাত্র নলকূপটির পানি দুর্গন্ধ ও নলকূপের চারিপাশে ময়লার স্তুপ হয়ে থাকে। হাসপাতাল চত্ত্বরের একটি নলকূপ ও পানির ট্যাংক রয়েছে।
কিন্তু পানি দুর্গন্ধ ও নলকূপের পাশে ময়লা আবর্জনা থাকায় পানি পান করার অনুপযোগী। তার পাশেই বিষ খাওয়া রোগী আসলে ওয়াশ করা হয়। অনেক সময় সেই জিনিসপত্র ধোয়া হয় নলকূপে। অনেকেই আবার নলকূপের গোড়াই প্রস্রাব করেন।
বিষয়টি ভুক্তভোগীরা কর্তৃপক্ষের উদাসিনতাকে দায়ী করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ঝিনাইদহ সদর হাসপাতালে বিভিন্ন এলাকায় থেকে মানুষ সেবা নিতে আসেন। প্রতিদিন বহি:বিভাগে কমপক্ষে ১২শ’ অধিক রোগী চিকিৎসা সেবা নিতে আসে এবং ভর্তি হয়ে চিকিৎসা নেয় প্রায় ৪শ’ রোগী। পাশাপাশি সাথে থাকে রোগীর স্বজনরা।
অথচ এখানে বিশুদ্ধ খাবার পানির নেই কোন ব্যবস্থা। ২০০৬ সালের সদর হাসপাতাল কর্তৃপক্ষ গণপূর্ত বিভাগের মাধ্যমে হাসপাতালের জরুরি বিভাগের সামনে স্থাপন করে একটি নলকূপ। পরে নলকুপের সাথেই পানির ট্যাংক ও মটর স্থাপন করা হয়। কিন্তু প্রায় দুই বছর যাবৎ পানির ট্যাংকটি নষ্ট অবস্থায় পড়ে আছে। নেই নলকূপের গোড়াই স্থাপন করা মটরটিও।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা. আয়ুব আলী জানান, হাসপাতালের একমাত্র নলকূপটি’র পাশে থাকা ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য পৌর কর্তৃপক্ষ জানানো হয়েছে। পাশাপাশি পানির ট্যাংটি মেরামতের জন্য গণপূর্ত বিভাগকে চিঠি দিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য জানিয়েছি। তারা ব্যবস্থা নিলে সমস্যার সমাধান হতে পারে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন