১২ নভেম্বর, ২০১৯ ১৪:৩২

নেত্রকোনায় বিনামূল্যে বীজ বিতরণ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় বিনামূল্যে বীজ বিতরণ

নেত্রকোনায় শুকনো মৌসুমে রবি শস্যের পাশাপাশি সরিষার চাষে উদ্বুদ্ধ করতে সদর উপজেলার কৃষকদেরকে মাঝে প্রশিক্ষণসহ বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার বেলা ১১ টায় নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়িতে ‘সরিষার উন্নত জাত ও উৎপাদন কলাকৌশল’ শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে সদর উপজেলার ৫০ জন কৃষক কৃষানী অংশ নেন। 
বাংলাদেশে তেলবীজ ও ডাল ফসলের গবেষণা এবং উন্নয়ন শীর্ষক প্রকল্পের অর্থায়নে প্রশিক্ষণে গাজীপুরের বিএআরআই তৈলবীজ গবেষণা কেন্দ্র থেকে প্রত্যেক কৃষককে এক বিঘা জমিতে বারি সরিষা ১৪ জাতের বীজ বিনামূল্যে প্রদান করা হয়।
এ সময় জেলা কৃষি সম্প্রসারণ উপ পরিচালক কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান, গাজীপুরের বিএআরআই পরিচালক ডা. দিল আফরোজ খান, প্রকল্প পরিচলক ডা. লুৎফর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মঞ্জুর কাদের, জামালপুরের ডাঃ তরিকুল ইসলামসহ প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন। 

প্রশিক্ষণে কৃষকরা শুকনো মৌসুমে বসে না থেকে পতিত জমিতে উন্নত সরিষার আবাদ বাড়াতে পরামর্শ দেন। পর্যায়ক্রমে প্রতি উপজেলার কৃষকদেরকে প্রশিক্ষণের পাশাপাশি বীজ বিতরণ করা হবে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর