১২ নভেম্বর, ২০১৯ ১৫:০১

কুমিল্লায় জালাবাদ ও সুবর্ণ এক্সপ্রেস আটকা পড়ায় দুর্ভোগে যাত্রীরা

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

কুমিল্লায় জালাবাদ ও সুবর্ণ এক্সপ্রেস আটকা পড়ায় দুর্ভোগে যাত্রীরা

দুর্ভোগে যাত্রীরা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনার কারণে জালাবাদ ও সুবর্ণ এক্সপ্রেস ট্রেন কুমিল্লা রেল স্টেশনে আটকে থাকায় দুর্ভোগে পড়েন কয়েক শতাধিক যাত্রী। 

ভিক্টোরিয়া কলেজ ছাত্র তৈয়বুর রহমান সোহেল বলেন, ট্রেন দুর্ঘটনার কারণে কুমিল্লা রেল স্টেশনে আটকা পড়ে অনেক যাত্রী। ট্রেন না পেয়ে অনেক যাত্রী স্টেশন ত্যাগ করছেন। আবার আগাম টিকিট কাটা বেশকিছু যাত্রী নিকটবর্তী ট্রেনগুলোর জন্য অপেক্ষা করছেন।

কুমিল্লার রেলওয়ে স্টেশন মাস্টার সফিকুর রহমান ভূঁইয়া জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি লাকসাম আটকা পড়েছেন। সকাল ৮টায় কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি লাকসাম অবস্থান করছে। 

এদিকে, চট্টগ্রাম থেকে সুবর্ণ এক্সপ্রেস ট্রেন যথাসময়ে ছেড়ে আসলেও সকাল ১০টা ১৫ মিনিটের দিকে কুমিল্লা রেল স্টেশনে আটকা পড়ে।  নির্দিষ্ট সময় থেকে প্রায় আধা ঘণ্টা বিলম্বে ট্রেনটি কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।  

অন্যদিকে, চট্টগ্রাম থেকে সিলেট অভিমুখী জালালাবাদ ট্রেনটি রাত ৩টা ৪৪ মিনিটে কুমিল্লায় পৌঁছালেও এখনও পর্যন্ত (দুপুর ১২টা) ছেড়ে যায়নি। দুর্ঘটনা কবলিত উদয়ন এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম গিয়ে পৌঁছালেও পাহাড়িকা হয়ে কখন পুনরায় সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবে তা জানা যায়নি। চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসেনি। বেলা ১১টায় ট্রেনটির কুমিল্লায় পৌঁছার কথা ছিল। ময়মনসিংহ অভিমুখী বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম থেকে নির্দিষ্ট সময়ে ছেড়ে কুমিল্লা এসেছে। 

তিনি আরও জানান, ১০টা ২০ মিনেটে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে দুর্ঘটনার কারণে সময় সূচি বদলাতে হয়েছে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর