শিরোনাম
১২ নভেম্বর, ২০১৯ ১৫:৩০

নলছিটিতে ১১ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নলছিটিতে ১১ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জেল-জরিমানা

ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার ফয়রা এলাকায় অভিযান চালিয়ে ১১ হাজার ৫শ’ কেজি নিষিদ্ধ পলিথিনসহ ৩ ব্যবসায়ীকে আটক করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের প্রত্যেককে জেল-জরিমানা করেন বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদফতরের পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিমের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাতে এই অভিযান পরিচালিত হয়। 

অভিযানকালে নিষিদ্ধ পলিথিন বিক্রয়ের জন্য মজুদ রাখার দায়ে ওই এলাকার ব্যবসায়ী মো. নূরুজ্জামানকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের দণ্ড, একই এলাকার মো. মাহফুজুর রহমানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৪৫ দিনের মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. নাজিমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৪৫ দিনের মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। 

দণ্ডপ্রাপ্তদের মঙ্গলবার ঝালকাঠী জেলা কারাগারে পাঠানো হয়েছে। পরিবেশ অধিদফতরের পরিদর্শক মো. তোতা মিয়া এবং র‌্যাবের একটি বিশেষ দল এই অভিযানে সহায়তা করেন। 

বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদফতর এবং র‌্যাবের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর