১৪ নভেম্বর, ২০১৯ ১৫:৫৭

রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন ও ৩টি বগির আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক

রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন ও ৩টি বগির আগুন নিয়ন্ত্রণে

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন ও ৩টি বগিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে উল্লাপড়া রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়ে ইঞ্জিনে আগুন ধরে যায়। 

ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার পর পিছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনার শিকার হলো রেলওয়ে। অবশ্য তাৎক্ষণিকভাবে হতাহতের খবর জানা যায়নি।

ফায়ার সার্ভিসসহ উদ্ধারকারী কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছে রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন ও ৩টি বগিতে লাগা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিম জানান, দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
 
বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর