১৫ নভেম্বর, ২০১৯ ১৯:৩৭

৬ বছর পর বগুড়া শহর আওয়ামী লীগের সম্মেলন কাল

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

৬ বছর পর বগুড়া শহর আওয়ামী লীগের সম্মেলন কাল

৬ বছর পর আগামীকাল শনিবার বগুড়া শহর আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। এই সম্মেলনে মনোনয়ন উত্তোলন ও প্রত্যাহারের পর সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিন। সাধারণ সম্পাদক পদে চারজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। 

দলীয় সূত্রে জানা গেছে, কাউন্সিলর তালিকায় অনিয়মের কারণে পৌর আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করে ২০১৩ সালের নভেম্বর মাসে। সম্মেলন স্থগিত হয়ে গেলে আহ্বায়ক কমিটি গঠিত হয়। আহ্বায়ক করা হয় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি রফি নেওয়াজ খান রবিনকে এবং যুগ্ম আহ্বায়ক করা হয় শাহাদৎ হোসেন শাহীন, মিজানুর রহমান বকুল, শেখ শামীম, ওবায়দুল হাসান ববি, সুলতান মাহমুদ খান রনি ও এ্যাডনিস তালুকদার বাবুকে। 

গত ৬ বছর ধরে আহ্বায়ক কমিটি দিয়েই চলছে গুরুত্বপূর্ণ এই ইউনিটের কাজ। এবার ইউনিটটির সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন হতে যাচ্ছে। সম্মেলন সফল করতে সার্বিক প্রস্তুতি নিয়েছেন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

বগুড়া শহর আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি জানান, গত ৮ নভেম্বর ছিল মনোনয়ন পত্র উত্তোলন ও জমা দেয়ার শেষ দিন। এই দিন সভাপতি পদে ৪টি ও সাধারণ সম্পাদক পদে ৪টি মনোনয়ন পত্র জমা পড়ে। এরমধ্যে সভাপতি পদ থেকে অপর তিনজন মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিলে এই পদে সভাপতি পদে রফি নেওয়াজ খান রবিন একক প্রার্থী হন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ৪ জন। ভোটার আছেন ৪৪৯ জন। 

বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি প্রার্থী ও আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিন জানান, প্রায় এক লাখ সদস্য সংগ্রহ করার কাজ চলমান রয়েছে। এরমধ্যে অর্ধেক সদস্য সংগ্রহ করা হয়েছে। নতুন সদস্য করার ক্ষেত্রে যারা সু-শৃঙ্খল, দলীয় চেতনায় বিশ্বাসী তাদের নেয়া হচ্ছে। বয়সে যারা নতুন, বিভিন্ন পেশার নবীনদের নিয়ে সদস্য বৃদ্ধি করা হয়েছে। 

২০১৪ সালের নির্বাচনের সময় বিএনপি জামায়াতের ভাংচুর নাশকতা কর্মকাণ্ডের বিরুদ্ধে শহর আওয়ামী লীগ মাঠে সরব ছিল। পূর্ণাঙ্গ কমিটি গঠন হলে নেতাকর্মীদের মধ্যেও প্রাণচাঞ্চল্য আরও বেশি করে ফিরে পাবে। সকল ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক ওয়ার্ড কমিটিকে তিনি শক্তিশালী করার ক্ষেত্রে ভূমিকা রেখে যাবেন। 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর