শিরোনাম
১৫ নভেম্বর, ২০১৯ ১৯:৫৭

ছাত্রকে দিয়ে ছাদে ইট তুলিয়ে প্রধান শিক্ষক বরখাস্ত

বাগেরহাট প্রতিনিধি:

ছাত্রকে দিয়ে ছাদে ইট তুলিয়ে প্রধান শিক্ষক বরখাস্ত

নাসির উদ্দিন

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ছাত্রকে দিয়ে ছাদে ইট তোলানো সেই প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় আজ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির উদ্দিন তাকে বরখাস্ত করেন। 

শরণখোলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ই-মেইল বার্তার মাধ্যমে বরখাস্তে আদেশ পাঠিয়ে দেয়া হয়েছে।

বরখাস্ত হওয়া নাসির উদ্দিন মুক্তা সাউথখালী ইউনিয়নের বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি গত ১১ নভেম্বর বিদ্যালয়ের ছাত্রদের দিয়ে দুই তলার একটি কক্ষে রাখা পুরনো ইট তিনতলার ছাদে ওঠান। এসময় পঞ্চম শ্রেণির ছাত্র মারুফ হোসেন ইট বহনের সময় মাথা ঘুরে পড়ে যায়। এতে তার ডান হাতটি ভেঙ্গে যায় এবং নাক-মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। আহত ওই ছাত্র বকুলতলা গ্রামের বাকপ্রতিবন্ধী মো. শাহীন হাওলাদারের ছেলে।

আহত ছাত্রটিরর মায়ের লিখিত অভিযোগ পেয়ে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন ঘটনাস্থল পরির্দশন করে ঘটনার সত্যতা পান এবং সংশ্লিষ্ট বিভাগকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন। ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তোলপাড় সৃষ্টি হয়। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর