শিরোনাম
১৫ নভেম্বর, ২০১৯ ২০:৫২

ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ জনকে দণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি :

ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ জনকে দণ্ড

প্রতীকী ছবি

ময়মনসিংহের ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ ও ব্যবহারের দায়ের ৫ জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। শুক্রবার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ উদ্দিন উপজেলার রামপুর কাঁচাবাজারে অভিযান চালিয়ে হারুন (২৬), দেলোয়ারকে (২১) পাঁচদিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। 

অন্যদিকে, শুক্রবার দুপুরে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকির উপজেলার পৌর শহরের মিষ্টির ও মনিহারীর দোকানে অভিযান চালিয়ে পরিবেশ আইনে নিষিদ্ধ পলিথিন সরবরাহের দায়ের সাদ্দাম হোসেন (১৯), সুদেব (৪৪), বিল্লাহ হোসেনকে (২৮) পাঁচদিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকির জানান, ইতিমধ্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মহোদয়ের নির্দেশে পলিথিন ব্যবহার বাজারজাত না করার জন্য মাইকিংসহ ব্যাপক প্রচারণা করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে পলিথিন ব্যবহার ও বাজারজাত করার কারনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার মাধ্যমে পাঁচজনকে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর