কুমিল্লার দাউদকান্দিতে ভুট্টা খেত থেকে বিজয় কর্মকার (৩৪) নামে এক স্বর্ণকারের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের পাঁচগাছিয়া গ্রামের একটি ভুট্টা খেত থেকে লাশটি উদ্ধার করা হয়। বিজয় ওই গ্রামের কর্মকার বাড়ির লনি কর্মকারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বিজয় কর্মকার পাঁচগাছিয়া বাজারে দোকান ভাড়া নিয়ে স্বর্ণকারের কাজ করতো। তবে প্রায় সময়ই তার দোকান বন্ধ থাকতো। তার স্ত্রী দীর্ঘদিন যাবৎ ছেলে-মেয়ে নিয়ে বাবার বাড়িতে থাকে।
দাউদকান্দি মডেল থানার এসআই মনিরুল ইসলাম জানান, বাড়ির পাশেই ভুট্টা খেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। তার পরনের কাপড় লাশের পাশে পড়েছিল। তবে শরীরে কোন দাগ বা আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের পর বলা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।
বিডি প্রতিদিন/ফারজানা