লক্ষ্মীপুরে যাত্রীবাহি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আহত হয়েছে অন্ততপক্ষে ১৩ জন যাত্রী। শুক্রবার ( ১৫ নভেম্বর) সন্ধ্যায় রামগতি-লক্ষ্মীপুর সড়কের ওয়াপদা অফিস সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীপুর থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহি লেগুনা ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় গাড়ীটি রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে লেগুনায় থাকা ১৩ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্যে গুরত্বর অবস্থায় বেবি আক্তার, মাহে আলম, তরিকুল ইসলাম, আলী মিয়া ও মারজাহান আক্তারকে নোয়াখালী পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ওসি তদন্ত মোসলেহ উদ্দিন জানান, রেজিষ্ট্রেশন নাম্বার বিহীন দুর্ঘটনা কবলিত গাড়িটি স্থানীয় গ্রাম পুলিশের হেফাজতে রাখা হয়েছে। চালক পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/হিমেল