১৫ নভেম্বর, ২০১৯ ২২:৪৮

বাজারে সন্তান জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী!

বোয়ালমারী(ফরিদপুর) প্রতিনিধি:

বাজারে সন্তান জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী!

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুর বাজার থেকে মানসিক ভারসাম্যহীন মাসহ এক নবজাতককে উদ্ধার করে বোয়ালমারী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে মা ও মেয়েকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

জানা যায়, মানসিক ভারসাম্যহীন এক মা আজ ভোরে ওই বাজারে সন্তান প্রসব করেন। খবর পেয়ে বোয়ালমারীর “জানা সমাজ কল্যাণ সংস্থার” কর্মীরা তাদের উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুর রহমানের সহযোগিতায় বোয়ালমারী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। 

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুর রহমান জানান, ‘বর্তমান নবজাতক ও মা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা বিষয়টি সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছি। শিশুটি সুস্থ হয়ে উঠলে শিশুর বিষয়ে আমরা সিদ্ধান্ত নিব।’

এদিকে নবজাতক ওই শিশু ও তার মায়ের পাশে দাঁড়িয়েছে “জানা সমাজ কল্যাণ সংস্থা” নামের একটি এনজিও। সংস্থার সদস্যরা নবজাতক ওই শিশু ও তার মায়ের চিকিৎসাসহ সার্বিক সহায়তা করছে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর