১৬ নভেম্বর, ২০১৯ ০০:০৫

টেকনাফ সাংবাদিক ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফ সাংবাদিক ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

টেকনাফ সাংবাদিক ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকী ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আমন্ত্রিত অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক পর্ব শুরু করেন। 

টেকনাফ সাংবাদিক ইউনিটির সদস্য মাওলানা নুর মোহাম্মদের কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়। টেকনাফ সাংবাদিক ইউনিটির উপদেষ্টা মমতাজুল ইসলাম মনুর সভাপতিত্বে ও সাংবাদিক ইউনিটি সভাপতির সাইফুল ইসলাম সাইফীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নুরুল আলম। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম (সাইফ)। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাং আবুল মনসুর, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল হুদা, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, টেকনাফ আয়কর কর্মকর্তা রাজীব রানা, টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলম বাহদুর, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, টেকনাফ পৌর যুবলীগের আহবায়ক তোয়াক্কুল হোসেন চৌধুরী।

বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিটির উপদেষ্টা মুহাম্মদ ছিদ্দিকুর রহমান। সভায় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক টেকনাফ শাখার সাবেক ব্যবস্থাপক শাহজাহান মুনীর, ইউনিয়ন ব্যাংক টেকনাফ হ্নীলা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ হানিফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সিরাজুল ইসলাম, সাংবাদিক ইউনিটির প্রধান উপদেষ্ঠা হাফেজ মুহাম্মদ কাশেম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক ইউনিটির উপদেষ্ঠা গিয়াস উদ্দিন, সিঃ সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি ছৈয়দুল আমিন চৌধুরী, সহ-সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল হোসাইন, যুগ্ন সম্পাদক নুর হাকিম আনোয়ার, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক জসিম মাহমুদ, অর্থ সম্পাদক মোহাম্মদ সেলিম, দপ্তর ও প্রচার সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ মামুন, কার্যকরী সদস্য এম আমান উল্লাহ আমান, এটিএন ফায়সাল। 

আরও উপস্থিত ছিলেন সাধারণ সদস্য আব্দুস সালাম, জাহাঙ্গীর আলম, ফরহাদ আমিন, শাহ মিজবাউল হক বাবলা, আব্দুল মতিন ডালিম, জয়নাল আবেদীন, মোঃ আমিন, শহিদুল ইসলাম শাহেদ, আবদুল কাইয়ুম,সাংবাদিক মোঃ ইসলাম,ইয়াসিন আরাফাত, ফাউন্ডেশন অব রাইজিং হিউমিনিটির সভাপতি আমিনুল হক বাধঁন,সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন বাবলু, সিলভারকাপ পরিচালনা পরিষদের সভাপতি হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, সরকারী কলেজের সহকারী কম্পিউটার অপারেটর মোঃ আলম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি উপজেলা টিম লিডার ইমান হোসাইন প্রমুখ। উক্ত সভায় অতিথি ও পুরস্কৃত সাংবাদিকবৃন্দকে সম্মানা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

 

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর