চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মোহাম্মদপুর দাখিল মাদ্রাসার সুপার মনিরুল ইসলামের দুর্নীতি ও অনিয়মনের তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।
শনিবার দুপুরে মহারাজপুর ফিল্ডের হাট প্রাঙ্গণে ভুক্তভোগি ও সচেতন এলাকাবাসীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন, মহারাজপুর ইউপি সদস্য মো. ইশরাইল হক, মাদ্রাসার সহ-সভাপতি মো. আসমোতুল্লাহ, আব্দুল মান্নান টুনু, মোহাম্মদ আবু ডাক্তার, ভুক্তভোগী নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. জোহরুল ইসলাম প্রমূখ।
সমাবেশে বক্তারা, মাদ্রাসা সুপার মনিরুল ইসলামের বিরুদ্ধে নিয়োগ দিয়ে অর্থ আদায়, অর্থ আদায়ের পর অবৈধভাবে নিয়োগ বাতিল করে অন্য শিক্ষক নিয়োগ এবং অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন এবং এসব অবৈধ কার্যকলাপের মদদদাতা হিসেবে মাদ্রাসার সুপার মনিরুল ইসলামের আপন চাচা শ্বশুর এবং প্রতিষ্ঠানের সভাপতিও জড়িত বলে অভিযোগ করেন।
বিডি প্রতিদিন/হিমেল