“আমরা স্বাবলম্বী হবো, সকলে কর দিবো” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে লক্ষ্মীপুরে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। শনিবার সকালে স্থানীয় এক রেস্তোরাঁয় এ মেলার উদ্বোধন করেন এ কে এম শাহজাহান কামাল এমপি।
কর অঞ্চল লক্ষ্মীপুর সার্কেলের আয়োজনে আলোচনা সভায় অতিথি ছিলেন কুমিল্লা কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মাহমুদল হাছান ভূঁইয়া, জেলা চেম্বার অব কমার্স এর সভাপতি এম আর মাসুদ, লক্ষ্মীপুর সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান ও লক্ষ্মীপুর কর সার্কেলের সহকারী কর কমিশনার সচীন্দ্র নাথ সরকার।
পরে জেলার শ্রেষ্ঠ করদাতা হিসেবে তিনজনকে পুরস্কৃত করা হয়।
বিডি প্রতিদিন/কালাম