‘লার্নিং বাই ডুয়িং হোক শিক্ষার ভিত্তি’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকাল ১০টার দিকে শহরের কানাইখালী স্টেডিয়াম মাঠ থেকে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলাইপুর এলাকার কাজী টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে একটি রেস্টুরেন্টে সংগঠনের জেলা নির্বাহী কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে দিবসের আলোকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি কবির উদ্দিনসহ নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/কালাম