‘কর প্রদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ-নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে শুরু হয়েছে ৪ দিনব্যাপী আয়কর মেলা।
শনিবার বেলা ১১টার দিকে শহরের কানাইখালী স্টেডিয়াম মাঠে স্থানীয় কর অফিসের আয়োজনে আয়কর মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
নাটোরের উপ কর কমিশনার মীর মো. আরিফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-৩ ও ৪ এর যুগ্ম কর কমিশনার জাফর ইমাম, নাটোর কর আইনজীবী সমিতির সভাপতি দেওয়ান মো. আশরাফুল ইসলামসহ অন্যান্যরা।
আগামী ২০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই মেলা।
মেলায় করদাতাদের জন্য টিআইএন রেজিস্ট্রেশন, রি-রেজিস্ট্রেশন, আয়কর রিটার্ন দাখিলসহ ৮টি সুবিধা পাবেন আয়কর দাতারা।
বিডি প্রতিদিন/কালাম