গোপালগঞ্জে শুরু হয়েছে ৪দিন ব্যাপী আয়কর মেলা। আজ শনিবার সকাল সড়ে ১০ টায় গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়াস্থ কর কমিশনারের কার্যালয় প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে সেখানে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে যুগ্ম কর কমিশনার মুর্তজা শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পদোন্নতি প্রাপ্ত পুলিশ
সুপার আসলাম খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, গোপালগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি কাজী জিন্নাত আলী প্রমুখ বক্তব্য রাখেন।
এ মেলায় আয়কর দাখিল, ই-টিন, রেজিস্ট্রেশন, ফরম সরবরাহসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। আয়কর মেলা ১৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে।
বিডি-প্রতিদিন/শফিক