কক্সবাজারের টেকনাফে দিনব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকালে টেকনাফ উপজেলা পরিষদ মিলানায়তনে আয়োজিত আয়কর মেলার উদ্বোধন করেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহীন আক্তার বদি।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ আব্দুর রহমান বদি, চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর কর কমিশনার ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাং আবুল মনসুর, কর অঞ্চল-৪,পরিদর্শী রেঞ্জ-৪ এর অতিরিক্ত কর কমিশনার মুহাম্মদ মফিজ উল্লাহ, অতিরিক্ত সহকারী কর কমিশনার রাজীব রানা মল্লিক। এরপরে চট্টগ্রাম কর অঞ্চল-৪,পরিদর্শী রেঞ্জ-৪ এর অতিরিক্ত কর কমিশনার মুহাম্মদ মফিজ উল্যার সভাপতিত্বে কক্সবাজার কর অঞ্চল-৪ কম্পিউটার অপারেটর শিবলী নোমানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা পরিষদ সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শফিক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মিস তাহেরা আক্তার মিলি, টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত আয়কর দাতারা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিডি প্রতিদিন/হিমেল