গলাচিপা উপজেলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সোহাগকে ১৫ পিস ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাত নয়টার দিকে পৌর এলাকার কলেজ পাড়া রোড থেকে তাকে আটক করা হয়।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলেজ পাড়া রোডে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামি কোর্টে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল