ব্রাহ্মণবাড়িয়ায় ৪ দিনব্যাপী কর মেলা শুরু হয়েছে। শনিবার সকালে এর উদ্বোধন করেন কুমিল্লা কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার সাধন কুমার রায়।
জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত কর কমিশনার বলেন, আয়কর নিয়ে মানুষের মধ্যে ভীতি রয়েছে। তা দূর করতে চালু করা হয়েছে আয়কর মেলা। তিনি নিজের এলাকা এবং দেশের উন্নয়নের কথা চিন্তা করে সবাইকে দলে দলে এসে কর দেয়ার আহবান জানান।
ব্রাহ্মণবাড়িয়া কর সার্কেলসমূহ আয়োজিত এ অনুষ্ঠানে সার্কেল-৪ এর সহকারী কর কমিশনার মনিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সঞ্চয় ব্যুরোর সহকারী পরিচালক শেখ ফিদেল হাসান। স্বাগত বক্তব্য দেন সহকারী কর কমিশনার রাশেদ আল মামুন।
বিডি-প্রতিদিন/শফিক