মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ সকালে শহরের হবিগঞ্জ সড়কে দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাফিলের মধ্যে দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি মো. বেলায়েত হোসেন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাংঘঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন ও মো. আকরাম খাঁন।
উপজেলা যুবলীগের সাংঘঠনিক সম্পাদক নূরুল আমীন ও পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি শহীদুর রহমান শহীদ, জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক ছালিক আহম্মেদ, সাংগাঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, পূর্নেন্দু দেব নাথ, প্রচার সম্পাদক শের জাহান আলী সেজু, দপ্তর সম্পাদক আব্দুল বারী বেলাল, পৌর যুবলীগের সহ-সভাপতি কামরুল হাসান দুলন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোমিনুল হোসেন সোহেল, মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সংঘঠনিক সম্পাদক মামুন আহমেদ, সিন্দুরখান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ টিটু, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আশীষ দেব নাথ নকুল, কালাপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শহীদুর রহমান, ভুনবীর ইউনিয়ন যুবলীগের সভাপতি সুমিত চক্রবর্তী, সাতগাত্তঁ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জনিস পাঠনায়েক প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক