কিশোরগঞ্জে অটোরিকসার সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক পায়েল (১৮) নিহত ও অটোচালক আহত হয়েছেন। নিহত পায়েল সদর উপজেলার মুকসেদপুর গ্রামের বজলুর রহমানের ছেলে।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের সদর উপজেলার চরপাড়া এলাকায় মোটরসাইকেলের সাথে অটোরিকসার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক পায়েল নিহত হয়।
আহত অটোচালককে হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, পায়েল নিহত হওয়ার খবরে এলাকাবাসী সদরের বড়পুল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ