‘কর প্রদানের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নিশ্চিত রূপকল্প বাস্তবায়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে ৪ দিনব্যাপী আয়কর মেলা ২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এর উদ্বোধন করেন। এসময় প্রতিমন্ত্রী নিজের আয়কর রিটার্ন দাখিল করেন।
যুগ্ম কর কমিশনার মু. মুহিতুর রহমান সভাপতিত্বে ৪ দিনব্যাপী আয়কর মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার প্রশান্ত কুমার রায়, মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গনি, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, আয়কর আইনজীবী সভাপতি অ্যাড. এসএম ইব্রাহিম শাহীন।
বিডি-প্রতিদিন/শফিক