১৯ নভেম্বর, ২০১৯ ২২:২২

বগুড়ায় ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধ

নতুন সড়ক আইন এর কারণে বগুড়ার বেশ কয়েকটি রুটে ফিটনেস আছ এমন গাগি চলাচল করছে। তবে আজ সকাল থেকে ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধ রয়েছে। 

জানা যায়, বগুড়া থেকে জয়পুরহাট, নগরবাড়ি, নওগাঁ, হিলি, সিরাজগঞ্জ, গাইবান্ধা, রংপুর রোডে বাস চালচল করে। ফিটনেসবিহীন বাসগুলো বগুড়ার চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে পার্কিং করে রাখা হয়। আর ফিটনেস থাকা বাসগুলো চলাচল করছে। নতুন সড়ক পরিবহন নীতিমালা আইনে ফিটনেস না থাকায় জরিমানাসহ বিভিন্ন আইনে সাজার কারণে বাসের চালকরা মালিকের হাতে গাড়ির চাবি দিয়ে চলে যায়। 

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি কামরুল মোর্শেদ আপেল জানান, সড়ক আইন নীতিমালা নতুন করে পাশ হওয়ায় ফিটনেসবিহীন মালিক ও শ্রমিকরা তাদের বাস হঠাৎ করে বন্ধ করে দেয়। অনেক চালকের ড্রাইভিং লাইসেন্স নাই, যেসব গাড়ির ফিটনেসসহ অন্যান্য কাগজপত্র নাই তারাই গাড়ি বন্ধ রেখেছে। আর যাদের ফিটনেস আছে তারা গাড়ি চালিয়েছে। 

 
বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর