১৯ নভেম্বর, ২০১৯ ২২:৫২

টাঙ্গাইলে লবণের পাইকারী বাজার পরিদর্শন, মসজিদে মাইকিং

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে লবণের পাইকারী বাজার পরিদর্শন, মসজিদে মাইকিং

লবণের দাম বৃদ্ধির গুজবের প্রেক্ষিতে টাঙ্গাইলে লবণের পাইকারী বাজার পরিদর্শন করেছে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও পুলিশ সুপার। মঙ্গলবার রাতে তারা শহরের ছয়আনী বাজারে লবনের পাইকারী দোকান পরিদর্শন করে। এসময় তারা বিভিন্ন দোকনে লবণের দাম ও মজুতের পরিমাণের খোঁজখবর নেন। এদিকেমসজিদে মসজিদে মাইকিং করে গুজবে কান না দেয়ার জন্য প্রশাসন প্রচারণা চালাচ্ছেন। 

বাজার পরিদর্শন কালে জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম বলেন, দেশে গত পঞ্চাশ বছরের মধ্যে সর্বোচ্চ লবণ উৎপাদন হয়েছে। তাই লবণের সংকট হওয়ার সুযোগ নেই। কেউ যাতে গুজব ছড়িয়ে বেশি দামে লবণ বিক্রি করতে না পারে সে কারণে জেলার প্রতিটি উপজেলায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশ বাজার পরিদর্শন করছে। সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

বাজার পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খান, প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

 
বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর