২০ নভেম্বর, ২০১৯ ০২:০২

'১০০ বছর পর ফুলপুর' শীর্ষক কর্মশালা

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

'১০০ বছর পর ফুলপুর' শীর্ষক কর্মশালা

ময়মনসিংহের ফুলপুরে '১০০ বছর পর ফুলপুর'  শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা আড়াইটার দিকে ফুলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাস্টার প্ল্যান প্রণয়ণ শীর্ষক ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান  আতাউল করিম রাসেল, মেয়র আমিনুল হক, ফুলপুর ওসি ইমারত হোসেন গাজী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম সরকার, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ কুতুব চৌধুরী প্রমুখ। কর্মশালায় সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।

এতে উপস্থিত অতিথিদের ১২টি গ্রুপে বিভক্ত করে স্বাস্থ্য, যোগাযোগ, শিক্ষা, হাটবাজার, বিনোদন ও পর্যটনসহ ১২টি বিষয়ের উপর আগামী ১০০ বছর পর 'কেমন দেখতে চাই ফুলপুর'-এর একটি লিখিত রূপরেখা তৈরি করা হয়। এ রূপরেখা সরকারের উচ্চ পর্যায়ে সুপারিশ আকারে প্রেরণ করা হবে বলে জানান জেলা প্রশাসক।

কর্মশালার উদ্দেশ্য ছিল বিভিন্ন বিষয়ে ময়মনসিংহ জেলার উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে নাগরিকদের সম্পৃক্ত করা।  সবশেষে 'আর কোন দুর্নীতি করবো না' -মর্মে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান হয়। 

 

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর