২০ নভেম্বর, ২০১৯ ০৩:৫৯

ঝিনাইদহে লবণের মজুদ রোধে প্রশাসনের অভিযান, আটক ১

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে লবণের মজুদ রোধে প্রশাসনের অভিযান, আটক ১

ঝিনাইদহে লবণের মুল্য বৃদ্ধির গুজব ও অবৈধ মজুদ রোধে অভিযান চালিয়েছে পুলিশ ও প্রশাসন। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানা হয়।

জেলা প্রশাসক সরাজ কুমার নাথ জানান, গত সোমবার থেকে জেলার বিভিন্ন স্থানে ফেসবুকে লবণের মুল্য বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ে।  গুজব রোধে ও গুজবকে কাজে লাগিয়ে ব্যবসায়ীরা যেন অবৈধভাবে লবণের মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এ জন্য রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।  

এসময় অবৈধভাবে লবণ মজুদ রাখার অপরাধে মোহাম্মদ আলী নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়াও বিভিন্ন দোকানীকে দাম অতিরিক্ত না রাখার নির্দেশ দেওয়া হয়। অভিযানে পুলিশ সুপার মো: হাসানুজ্জামানসহ নির্বাহী ম্যাজিস্ট্রট ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর