২০ নভেম্বর, ২০১৯ ১০:০৪

পটুয়াখালীতে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ; ভুগান্তীতে পর্যটকরা

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ; ভুগান্তীতে পর্যটকরা

পটুয়াখালীতে সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী বাস চলাচল বন্ধ। আজ বুধবার সকাল থেকে অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। 

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকসহ অভ্যন্তরীণ রুটে চলাচলরত সাধারণ মানুষ। 

পটুয়াখালী বাস টার্মিনালে অবস্থানরত একাধিক শ্রমিকরা জানায়, সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। 

ঢাকা থেকে কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটক নুর হোসেন জানান, ভোরে ঢাকা থেকে লঞ্চে পটুয়াখালী পৌঁছে পটুয়াখালী বাস টার্মিনালে পৌঁছে দেখি বাস চলাচল বন্ধ। তাই পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তিনি। এখন বাসায় বিকল্প বাহন হিসেবে ও মোটরসাইকেল কে বেছে নিয়েছেন তিনি। টার্মিনালে তিনিসহ শত শত মানুষ। বাসের অভাবে নিজ গন্তব্যে পৌঁছতে পারছেন না ফলে ভোগান্তি বেড়েছে। 

পটুয়াখালীর গলাচিপা এলাকার বাসিন্দা সাফিয়া বেগম জানান, সকালে বাসা থেকে তিনি সহ তার পরিবারের চারজন সদস্য নিয়ে পটুয়াখালী বাস টার্মিনালে পৌঁছে। বাস বন্ধ থাকায় যাত্রীরা তার নিজ গন্তব্যে পৌঁছাতে পারছে না তাই ভুগান্তিতে পড়েছেন।

এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ করে বাস চলাচল স্বাভাবিক করে উচিৎ বলে দবী মানুষের। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর