২০ নভেম্বর, ২০১৯ ১০:৩৭

লবণ নিয়ে গুজব, চাঁপাইনবাবগঞ্জে ১২ জনকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

লবণ নিয়ে গুজব, চাঁপাইনবাবগঞ্জে ১২ জনকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে গুজব ছড়িয়ে লবণ বেচা ও কেনার অভিযোগে ভোক্তা অধিকার আইনে ক্রেতা ও বিক্রেতাসহ ১২ জনকে ৪৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত শহরের তহাবাজার, পাওয়ার হাউস মোড়, নিউমার্কেট ও শিবগঞ্জ এলাকায় পুলিশ অভিযান চালায়। 
এসময় সদর থেকে ক্রেতা-বিক্রেতাসহ ১১ জনকে এবং শিবগঞ্জ থেকে একজনকে আটক করা হয়। পরে রাতে তাদের ভ্রম্যামাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড অনাদায়ে ৩ থেকে ৭ দিন পর্যন্ত কারাদণ্ডের আদেশ প্রদান করা হলে অর্থদণ্ড পরিশোধ করে আটককৃতরা মুক্ত হন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন জানান, দেশে লবণের কোন সংকট নেই। এছাড়া জেলায় পর্যাপ্ত পরিমাণ লবণ রয়েছে। যারা গুজব ছড়াচ্ছে, তাদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর