২০ নভেম্বর, ২০১৯ ১৩:০৯

বগুড়ায় পরিবহন ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া :

বগুড়ায় পরিবহন ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ

প্রতীকী ছবি

বগুড়ায় পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে অভ্যন্তরীণ ও আন্তজেলার বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবারের মতো আজ বুধবারও সড়কে একই অবস্থা বিরাজ করায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

চালকদের দাবি, বগুড়া জেলা পুলিশ সহায়তার আশ্বাস দিলেও অন্য জেলায় জরিমানা ও অযথা হয়রানির শিকার হতে হচ্ছে চালকদের। তাই বাধ্য হয়ে বাস চালানো বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা। 

এদিকে, বগুড়ার বিভিন্ন স্থানে পরিবহন শ্রমিকরা সদক অবরোধ করে পিকেটিং করেছে বলে খবর পাওয়া গেছে। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সুযোগে যাত্রীদের জিম্মি করে সিএনজি ও অন্যান্য শ্যালোইঞ্জিন চালিত হালকা যান বাড়তি ভাড়া আদায় করছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর