নতুন সড়ক পরিবহন আইনের বিরোধিতা করে চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা।
মঙ্গলবার থেকে শ্রমিকদের অঘোষিত কর্মবিরতির কারণে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ-নওগাঁসহ চাঁপাইনবাবগঞ্জের অভ্যন্তরীণ সব রুটেই বাস চলাচল বন্ধ রয়েছে। তবে সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে দূরপাল্লার বাস।
অন্যদিকে সোনা মসজিদ স্থলবন্দরে ভারত থেকে মালামাল আসলেও ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকায় বাংলাদেশের মধ্যে পণ্য পরিবহণ বন্ধ রয়েছে।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মাহেন্দ্রায় যাতায়াত করছে যাত্রীরা। পরিবহন শ্রমিকরা বলছেন, নতুন আইনে শাস্তির মাত্রা বাড়িয়ে দেয়ার কারণে তারা নিজেরাই বাস চালানো থেকে বিরত আছেন। নতুন আইন তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর যাত্রী সাধারণ বলছেন, বাস বন্ধ থাকায় তারা পড়েছেন দুর্ভোগে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন