২০ নভেম্বর, ২০১৯ ১৬:২১

পরিবহন ধর্মঘটে অচল সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ প্রতিনিধি:

পরিবহন ধর্মঘটে অচল সিরাজগঞ্জ

সড়ক পরিবহন মালিক-শ্রমিকদের  অঘোষিত ধর্মঘটে অচল হয়ে পড়েছে সিরাজগঞ্জ। চালক-শ্রমিকরা বাসসহ গণপরিবহন বন্ধ রাখায় চরম দুর্ভোগে পরেছে সিরাজগঞ্জের সাধারণ  মানুষসহ ব্যবসায়ীরা। 

নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে মালিক ও শ্রমিক নেতাদের উসকানিতে এই আকস্মিক ধর্মঘটে নেমেছে শ্রমিকরা। ধর্মঘটের কারণে বুধবার সকাল থেকে জেলার আভ্যন্তরীসহ সকল রুটে বাস-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এতে সাধারণ মানুষসহ চাকুরীজী ও ছাত্র-ছাত্রীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।  

ধর্মঘটের কারণে সকল পরিবহন থাকলেও রিক্সা-সিএনজি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যাত্রীদের দ্বিগুণ থেকে তিনগুণ বেশি ভাড়া গুনতে হয়েছে। এছাড়াও ট্রাক-কাভার্ড ভ্যান বন্ধ থাকায় কাঁচামাল ব্যবসায়ীরাও দুর্ভোগে পড়েছে। এছাড়াও শ্রমিকরা মহাসড়কের কয়েকটি পয়েন্টে বিক্ষোভ ও জেলার বাহির থেকে আসা পণ্যবাহী গাড়ি আটকিয়ে দিচ্ছে।
 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর