শিরোনাম
২০ নভেম্বর, ২০১৯ ১৬:৫০

বরিশালে মতুয়া সম্প্রদায়ের আয়োজনে নবান্ন উৎসব

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :

বরিশালে মতুয়া সম্প্রদায়ের আয়োজনে নবান্ন উৎসব

বরিশাল বিভাগীয় শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মন্দিরের উদ্যোগে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে নগরীর নতুনবাজার মতুয়া মন্দিরে বুধবার সকাল সোয়া ৮টায় ঘট স্থাপন ও মঙ্গলদ্বীপ ‍প্রজ্বলন, সকাল সাড়ে ৮টায় ঠাকুরের ভোগরান এবং সকাল ৯টায় নবান্ন উৎসবের উদ্ধোধন করা হয়। 

সকাল ১১টায় এ উপলক্ষ্যে মতুয়া মন্দির চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের মন্দির চত্বরে গিয়ে শেষ হয়। এরপর মতুয়া মহাসম্মেলনের উদ্ধোধন, আলোচনা সভা এবং মহাপ্রসাদ বিতরণ করা হয়। 

শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রফসর ড. গোকুল চন্দ্র বিশ্বাস জানান, মতুয়া সম্প্রদায়ের কৃষি নির্ভর জীবন। তাদের ৯০ ভাগ মানুষ কৃষির উপর ভিত্তি করে জীবিকা নির্বাহ করে। নতুন ধান তাদের সারা বছরের আশার ফসল এবং খোরাক। আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারা নতুন ধানের ফলনকে সৌভাগ্যের প্রতীক মনে করেন। এ কারণে নতুন ধান ঘরে তুলতে তারা প্রতি বছর অগ্রহায়ণ মাসের প্রথম বুধবার নবান্ন উৎসব পালন করেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর