বাংলাদেশ আওয়ামী লীগ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন রবিবার। সাংগঠনিক নিয়মে তিন বছর পরপর সম্মেলন হওয়ার বিধান থাকালেও মোরেলগঞ্জে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে টানা ১৬ বছর পর। সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৩ সালে।
দীর্ঘ ১৬ বছর পরের এ সম্মেলন নিয়েও রয়েছে নানা টানাপোড়েন। অনিয়মের আশ্রয়ে এ কাউন্সিলর বানানোর অভিযোগে একটি অংশ সম্মেলনের বিরোধিতা করছে। অপর অংশ অনুপ্রবেশকারী ইস্যুতে শক্ত অবস্থানে রয়েছেন। তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল আলম মিলন বলেছেন, পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার সাংগঠনিক নিয়মে সম্মেলন অনুষ্ঠিত হবে।
২০০৩ সালের সম্মেলনে অ্যাডভোকেট আমিরুল আলম মিলন সভাপতি ও এম এমদাদুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই কমিটি দিয়েইে চলছে ১৬ বছর। এবারের সম্মেলনে নতুন মুখ আসবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
সম্ভাব্য প্রার্থীরা ইউনিয়ন, ওয়ার্ড কাউন্সিলর (ভোটার) ও নেতাকর্মীদের সাথে সাংগঠনিক সম্পর্ক বাড়িয়েছেন। এবারের সম্মেলনে ভোট হলে ৬০৯ জন কাউন্সিলর ভোট দিবেন।
১৬ বছর পরের এই সম্মেলন সম্পর্কে পৌরসভা মেয়র মনিরুল হক তালুকদার বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রত্যাশা অনুযায়ী এবারের কমিটিতে কোনো অনুপ্রবেশকারী, বিতর্কিত ব্যক্তি বা পরিবারের সদস্য থাকতে পারবে না।
লিয়াকত আলী খান বলেন, গঠনতন্ত্র পরিপন্থী প্রক্রিয়ায় কাউন্সিলর করা হয়েছে। তাই এই সম্মেলন স্থগিত করে গঠনতন্ত্র মোতাবেক সম্মেলন করার জন্য লিখিতভাবেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম