নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাল্য বিয়ে ঠেকাতে শুক্রবার দিনগত গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বরের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান রুহুল ইসলাম। পরে ১০ হাজার টাকা প্রদান করে মুক্তি পান বরের পিতা উপজেলার গন্ডা ইউনিয়নের পাহাড়পুর গ্রামের চাঁন মিয়া।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, খবর পেয়ে শুক্রবার গভীর রাতে পুলিশসহ চাঁন মিয়ার বাড়িতে গেলে বাল্যবন্ধু পাশ্ববর্তী ময়মনসিংহের নান্দাইল উপজেলার জলহরি গ্রামে বাল্যবিয়ের খবর পান ভ্রাম্যমাণ আদালত। এসময় তারা সেখানে উপস্থিত হলে টের পেয়ে বর পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই স্কুলছাত্রীকে পিতার জিম্মায় দেয়া হয় এবং বাল্য বিয়ের আয়োজনের অপরাধে বরের পিতা চাঁন মিয়াকে ১০ হাজার জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম