দিনাজপুরে অঘোষিত বাস চালকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে বাস চলাচল শুরু হয়েছে বলে পরিবহন নেতারা জানান। এদিকে, বাস বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হন সাধারণ যাত্রীরা।
শনিবার বিকাল পর্যন্ত বাস না চললেও সন্ধ্যায় চালু হয়েছে দিনাজপুরে বিভিন্ন রুটের যাত্রীবাহী বাস। রবিবার থেকে সকল রুটে বাস চলাচল স্বাভাবিক হবে।
বাস না চলার সুযোগে মহাসড়কগুলোয় দাপিয়ে বেড়ায় ব্যাটারি চালিত ইজিবাইক এবং ত্রি-হুইলারসহ নছিমন করিমন। আর যাত্রীরা বিকল্প বাহন হিসেবে এসব বাহনে চড়ে কর্মস্থলসহ গন্তব্যে যাতায়াত করেছে। এতে সময়ক্ষেপণ ছাড়াও অতিরিক্ত ভাড়া গুণতে হয়েছে যাত্রীদের। তবে বেশি ভোগান্তির শিকার হয়েছেন দূর-দূরান্তের যাত্রীরা।
দিনাজপুর মোটর পরিবহন মালিক গ্রুপের বাস মালিক মঞ্জুরুল ইসলাম মঞ্জু জানান, জেলা প্রশাসনের সাথে মোটর পরিবহন মালিক গ্রুপের বৈঠকের পর শনিবার সন্ধ্যা থেকে বাস চলাচল শুরু হয়েছে। রবিবার বাস চলাচল স্বাভাবিক হয়ে যাবে। তবে এ ব্যাপারে রাতে আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে ফেডারেশনের সাথে।
দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি জানান, আমি ঢাকায় আছি। তবে শনিবার সন্ধ্যায় বাস চলার কথা।
উল্লেখ্য, নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে ২১ নভেম্বর সকাল থেকে দিনাজপুরে অঘোষিত পরিবহন ধর্মঘট শুরু করেন বাস চালকরা। এতে দিনাজপুরের অভ্যন্তরীণ ২৪ রুটসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ থাকে। এর কয়েকদিন আগে দিনাজপুর-পঞ্চগড় ও দিনাজপুর-রংপুর রুটে চলাচলের জন্য দিনাজপুরে বিআরটিসির ছয়টি দোতলা বাস আসে।
২১ নভেম্বর দুপুরে ওই বাসগুলো চলাচলের জন্য জেলা প্রশাসন অনুমতি দেয় এবং বিকাল ৩টার দিকে দিনাজপুর থেকে রংপুরের উদ্দেশে একটি দোতলা বাস ছাড়লে রাস্তায় বাধা দেয় সাধারণ পরিবহন শ্রমিকরা। এ সময় বিআরটিসি বাসের শ্রমিকরা সেখানে আসলে উভয়পক্ষের মধ্যে বাক-বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ ঘটনার পর পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর দিনাজপুর থেকে বিআরটিসির বাস আর ছেড়ে যায়নি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন