চাঁদপুরের একটি এতিমখানার ছাদ ধসে অর্ধশত ছাত্র আহত হয়েছে। শনিবার রাত পৌনে ১০টার দিকে ঘটনাটি ঘটে। আহতরা সবাই মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি এতিমখানার ছাত্র।
আহতদের মধ্যে মতলব দক্ষিণ সদর হাসপাতালে পাঠানো হয়েছে অন্তত ২৫ জনকে। বাকিদেরকে স্থানীয় আনন্দবাজার, ছেংগারচর বাজার ও মতলব উত্তর উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে শিক্ষার্থীদের নিয়ে টিম-মিটিংয়ের সময় এতিমখানার বর্ধিত অংশের দোতলার ছাদ ভেঙে পড়ে।
বিডি প্রতিদিন/ফারজানা