সাতক্ষীরারা পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শরিফুজ্জামান (২২) নামে নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় শহরের কাশেমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতার শরিফুজ্জামান কলারোয়া উপজেলার রাজনগর গ্রামের শেখ ওহিদুজ্জামানের ছেলে ও সাতক্ষীরা পলিটেকনিকের ছাত্র।
এদিকে, আহত শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, শহরের কাশেমপুর এলাকার বাসিন্দা পাঁচ বছর বয়সের কন্যা শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এ সময় শরিফুজ্জামান নামে ওই যুবক শিশুটিকে ফুসলিয়ে পাশ্ববর্তী একটি ছাত্রাবাসের রুমের ভিতর নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। শিশুটি বাড়ি গিয়ে তার বাবা-মায়ের কাছে ঘটনাটি বলে কান্নায় ভেঙ্গে পড়ে।
ঘটনার পরপরই শিশুটির বাবা-মা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে এবং সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করে। ঘটনার দিন শনিবার গভীর রাতে কাশেমপুর এলাকার অন্য একটি ছাত্রাবাস থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয় বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম