চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমদ শিমুল।
রবিবার দুপুরে জেলা প্রেসক্লাব ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি মেঃ জাফরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হালিমা বেগম, সাবেক সভাপতি এমরান ফারুক মাসুম, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক ডাবলু কামার ঘোষসহ অন্যরা।
এসময় জেলা শ্রমিক লীগসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমদ শিমুল জেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের বেশি বেশি সংবাদ প্রচার ও প্রকাশ করার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন