বরিশালে ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনাল। একই সাথে আসামি সুজন সিকদারকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
আজ রবিবার দুপুরে ওই ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ আসামি সুজন সিকদারের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সুজন সিকদার ওই উপজেলার পাতারহাট এলাকার ধলু সিকদারের ছেলে।
ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট ফয়েজ আহম্মেদ জানান, ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মধ্যেরচর গ্রামে এক কিশোরীকে ধর্ষণ করে সুজন সিকদার নামে এক যুবক। এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে একই বছরের ২১ অক্টোবর নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
ট্রাইব্যুনাল মামলার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য মেহেন্দিগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেন। পুলিশ একমাত্র আসামি সুজনকে অভিযুক্ত করে একই বছরের ৬ নভেম্বর ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দেয়। পরে ট্রাইব্যুনালে ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় ওই রায় ঘোষণা করেন বিচারক।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ