নাটোরের নলডাঙ্গায় শিক্ষকের ওপর নির্যাতন ও মিথ্যা মামলায় আটকের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবী। আজ রবিবার দুপুরে মাধবপুর উচ্চ বিদ্যালয় চত্বরে নলডাঙ্গা উপজেলা জনসাধারণ এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন মাধবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আফজাল হোসেন, সহকারী শিক্ষক শিক্ষক আব্দুল মান্নান, শাহিন আলমসহ শিক্ষক এবং ছাত্রছাত্রী বৃন্দ। এসময় বক্তারা, এ ঘটনায় অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৪ নভেম্বর নলডাঙ্গা উপজেলা মাছ বাজারে মাদক ব্যবসায়ী সন্দেহে পুলিশ নারীসহ দু'জনকে আটক করে। এসময় নারীকে পুরুষ পুলিশ দেহ তল্লাশি করলে প্রতিবাদ জানায় শিক্ষক দুলালুর রহমান দুলাল। পরে পুলিশ ওই শিক্ষককে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আটক করে মামলা দায়ের করে। বর্তমানে শিক্ষক কারাগারে রয়েছেন।
বিডি-প্রতিদিন/শফিক