দেশের দ্বিতীয় আর্ন্তজাতিক সমদ্র বন্দর মোংলায় সারা দেশের ন্যায় আজ শুক্রবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে নৌযান ধর্মঘট। বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের ১৪ দফা ও বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের ১১ দফা বাস্তবায়নের দাবিতে নৌযান শ্রমিকরা কর্মবিরতি (ধর্মঘট) পালন করছে।
মোংলা নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সভাপতি আনোয়ার হেসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এতে করে মোংলা বন্দরের আউটার এ্যাংকরেজ অবস্থানরাত জাহাজ থেতে লাইটার জাহাজে পন্য ওঠানামার কাজে অচল হয়ে পড়ার সম্ভানা দেখা দিয়েছে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার মো. ফকর উদ্দিন।
বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ঘোষিত ১১ দফা দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, নৌযান শ্রমিক ও কর্মচারীদের খোরাকী ভাতা ফ্রি করতে হবে ও ন্যূনতম মজুরী ২০ হাজার টাকা করতে হবে। মাস্টার ড্রাইভারশিপ পরীক্ষায় ও ডিপিডিসি প্রশিক্ষণ কেন্দ্রের সকল প্রকার অনিয়ম বন্ধ করতে হবে এবং কোর্স চলাকালে শ্রমিকদের ছুটি বাধ্যতামূলক করতে হবে। নৌ শ্রমিকদের চিকিৎসার জন্য চিকিৎসালয় করতে হবে। নৌপথে মোবাইল কোর্টের নামে হয়রানি বন্ধ করতে হবে এবং বিভিন্ন স্থানে চাঁদাবাজি বন্ধ করতে হবে। কর্মস্থলে দুর্ঘটনায় নৌ শ্রমিকের মৃত্যু হলে ১২ লাখ টাকা মৃত্যুকালীন ক্ষতিপূরণ দিতে হবে। ভারতগামী শ্রমিকদের লোকাল এজেন্টের মাধ্যমে ল্যন্ডিং পাশ সার্ভিস ভিসা ও জাহাজের ফ্রিজিং ব্যবস্থা না থাকায় তাদের (শ্রমিকদের) সুবিধা মতো স্থানে বাজার ও অন্যান্য কাজের জন্য আলাদা নৌকার ব্যবস্থা করতে হবে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ