নারীর ক্ষমতায়নের জন্য সরকার নারীদের ক্ষমতা নিশ্চিত করেছে উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন করে নারী নির্যাতনের হাত থেকে নারীদের রক্ষা করেছেন। পুরুষের পাশাপাশি নারীরাও এগিয়ে গেছে। আগামী ১০০ বছরের ডেল্টা প্লান তৈরি করা হয়েছে। প্রত্যেক গ্রামকে শহরের পরিণত করা হবে। এ দেশ আর পিছিয়ে থাকবে না।
তিনি বলেন, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতাসহ গর্ভের সন্তানদের ভাতা প্রদান করছেন শেখ হাসিনা সরকার। দিনাজপুরে গত ১১ বছরের প্রায় ১০ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। সাড়ে ৩ হাজার বেকার যুবকদের কর্মসংস্থান হয়েছে। দিনাজপুর একটি টেন্ডার মুক্ত শহর, চাঁদাবাজ মুক্ত শহর।
তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ স্বাধীন না হলে বাংলাদেশকে ভিক্ষুকের ঝুলি নিয়ে বেড়াতে হত, নির্যাতন করা হত। তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের মা-বোনদের স্বাবলম্বী করে তুলতে চাই। ভবিষ্যতে ভাতার সংখ্যা বৃদ্ধি করা হবে। ২০৪১ সালের মধ্যে আধুনিক বিশ্বের মত এই বাংলাদেশকে নিয়ে যাতে চায় প্রধানমন্ত্রী।
শনিবার দিনাজপুরে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হুইপ ইকবালুর রহিম।
এদিন সকালে দিনাজপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে হলরুমে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর স্বাস্থ্য ও স্যানিটেশন বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে স্টেশন ক্লাব প্রাঙ্গনে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, দিনাজপুর কর্তৃক আয়োজিত নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমূহের মাঝে ২০১৮-১৯ অর্থ বছরের অনুদানের চেক বিতরণ এবং কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় পৌরসভার ১৫০০ জন উপকারভোগীদের মাঝে স্বাস্থ্যসেবা জোরদার করণের লক্ষ্যে মহিলাদের হেল্থ ক্যাম্প এর উদ্বোধন করা হয়।
দিনাজপুুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরুজুল ইসলামের সভাপতিত্বে পৃথক পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. আবু নছর নুরুল ইসলাম চৌধুরী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান তারিকুন বেগম লাবুন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোৎসা, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মুর্শেদ আলী খান আদিবাসী নেতা ফাবিয়ান মন্ডল প্রমুখ।
একইদিন দিনাজপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস (হুইল চেয়ার ও চশমা) বিতরণ করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন