ফরিদপুর চরভদ্রাসনে অফিসার্স ক্লাবের উপজেলা পর্যায়ের ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানার সভাপতিত্বে এতে প্রথান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার(ভূমি) ফারজানা নাসরিন। এছাড়া সকল দপ্তরের কর্মকর্তাসহ ক্লাবের বিভিন্ন সদস্যগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, পরবর্তী নির্ধারিত তারিখে উপজেলা হতে বিজয়ীগন জেলা পর্যায়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহন করবেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ