লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের আগামী সম্মেলনকে সামনে রেখে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও আওয়ামী লীগ নেতা এ এফ জসীম উদ্দিন আহমদ সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সম্মেলনে জেলা কমিটির শীর্ষ পদ প্রাপ্তির প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এসময় তিনি বলেন, ‘দায়িত্ব পেলে শেখ হাসিনার নেতৃত্বে লক্ষ্মীপুরে অর্থনৈতিক বিপ্লব ঘটাব। সরকার দলীয় সংগঠনের দায়িত্বশীল নেতারা উদার হলে স্থানীয়ভাবে অর্থনেতিক বিপ্লব ঘটানো মোটেই অসম্ভব কিছু নয়। তাছাড়া লক্ষ্মীপুর নদী বিধৌত সম্ভাবনাময়ী অঞ্চল।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দায়িত্ব পেলে লক্ষ্মীপুরে অব্যাহত মাদক, সন্ত্রাস, টেন্ডারবাজি, চাঁদাবাজি নির্মূল করা হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি অথবা সম্পাদক হিসেবে দায়িত্ব পেলে দলীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এখানে মুজিব আদর্শ প্রতিষ্ঠাসহ একটি সু-সংগঠন উপহার দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন