চুয়াডাঙ্গায় টিসিবির মাধ্যমে ৪৫ টাকা কেজি দরে পিয়াজ বিক্রি শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে পিয়াজ বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
চুয়াডাঙ্গার নেজারত ডেপুটি কালেক্টর সিব্বির আহমেদ জানান, আলমডাঙ্গার মেসার্স কাকলী ট্রেডার্সের মাধ্যমে সাধারণের মাঝে সুলভ মূল্যে পিয়াজ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। মজুদ থাকা সাপেক্ষে পরপর চারদিনে চার টন পিয়াজ বিক্রি করা হবে।
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পিয়াজ বিক্রির খবর পেয়ে মঙ্গলবার সকালে থেকে সাধারণ মানুষেরা পিয়াস ক্রয়ের জন্য টাউন মাঠে ভীড় জমান।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ