বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন যুবদলের সদস্য মুরাদ হোসেনকে (৩৫) তার পরকীয়া প্রেমিকাসহ গ্রেফতার করেছে পুলিশ। তিন সন্তানের জনক মুরাদ হোসেন উপজেলার রাঙ্গামাটি গ্রামের গোলাম ইদ্রিস খোকার ছেলে এবং স্থানীয় দিদারপাড়া কবরস্থান পরিচালনা কমিটির সভাপিত।
এছাড়া গ্রেফতারকৃত নারীও (২২) একই গ্রামের দিনমজুরের মেয়ে। মঙ্গলবার দুপুরের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদ হোসেনের বিরুদ্ধে ২০১৮ সালে মারপিটের ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলা তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। কিন্ত মুরাদ হোসেন আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন বিচারক। মুরাদ হোসেন পুলিশের হাতে গ্রেফতার এড়াতে পলাতক ছিল।
এ অবস্থায় সোমবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীর ঘর থেকে মুরাদ হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় একই বিছানায় রাতযাপনের অভিযোগে ওই নারীকেও পুলিশ গ্রেফতার করে।
এদিকে প্রায় এক মাস ধরে ওই নারীর বাবা জীবিকার তাগিদে বাড়ি বাইরে রয়েছেন। তবে ঘটনার রাতে ওই বাড়িতে ওই নারী ছাড়া পরিবারের অন্য কেউ ছিল না।
বগুড়ার ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান, গ্রেফতারী পরোয়ানামূলে মুরাদ হোসেনকে গ্রেফতারকালে একই ঘরে অবৈধভাবে রাতযাপনের অভিযোগে ওই নারীকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল