মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রুস্তমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন করা হয়েছে। গত রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বাসস্ট্যান্ড এলাকায় রুস্তমের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
হামলার পরের দিন সোমবার আব্দুল জলিল বাদি হয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবলীগের আহ্বায়ক ও প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা, জেলা পরিষদের সদস্য আবুল বাশারসহ ২৮ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হানিফ আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম