অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসকে সভাপতি এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুকে সাধারণ সম্পাদক করে নড়াইল জেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। তারা দু'জনই আগের কমিটিতেও একই পদে ছিলেন।
নড়াইল জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে মঙ্গলবার বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কমিটি ঘোষণা করেন।
এছাড়া যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে পৌর মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস এবং আগের কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমানকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নাম ঘোষণা করা হয়।
বিডি-প্রতিদিন/মাহবুব